★*★বিজ্ঞাপন: 'অপেক্ষা' গল্পগ্রন্থ★*★
লিখেছেন লিখেছেন মামুন ১৪ মে, ২০১৬, ০৭:৫৭:২৮ সন্ধ্যা
বিজ্ঞাপনঃ 'অপেক্ষা গল্পগ্রন্থ'
★*★*★*★*★*★*★*★*★
'সন্ধ্যা হলে কি তুমি খুশী হও?'
- হ্যা! কেন তুমি হও না?
'নাহ, সন্ধ্যা হলেই আমার সেই মেসের জীবন শুরু হবে। তুমি তো তোমার বাসায় চলে যাবে। আমার একেলা জীবন... একেবারে সেই পরেরদিন তোমার সাথে দেখা হবার আগ পর্যন্ত।'
- একেলা জীবন মানে মেসের জীবন কি খুব কষ্টের?
আমি হাসলাম। কলি একটু বিব্রত হল। বললাম,
'সন্ধ্যা নামতেই যখন চারিদিকে আঁধার হয়ে যাবে... আমার মেসের দরোজা আমার জন্য উন্মুক্ত হবে। রাত আমার কাছে কোনো আনন্দই আনে না। কাঠের চৌকি আর অন্ধকারের স্যাঁতস্যাঁতে পরিবেশে ছারপোকারা আমাকে কুরে কুরে খাবে...ইদুর দৌড়ে যাবে রাতের অন্ধকারে... আমি ইদুরের শরীরের ঘ্রাণ পাবো...রুম মেটের নাক ডাকার শব্দে আমার বিনিদ্র রজনি কেটে যাবে...
দিনের বেলায় আবার আমি সেই সবার চির পরিচিত আমি...হাসবো... হাসাবো... কিন্তু কাঁদব একা একা! ভাবতে পারো? একজন মানুষ কতটা রূপ নিতে পারে... আমি আমার এতোগুলো ফেইক আইডি বানিয়ে এক একজনের চরিত্রকে আমার নিজের ভিতরে ধারণ করতে চেয়েছিলাম
কখনো আমি নর...কখনো নারী... কিংবা বয়ষ্ক প্রেমিক পুরুষ অথবা নাবালিকা শিশু।
সব রুপেই আমি আমাকে চিনতে চেয়েছি... মানুষ কে উপলব্ধি করতে চেয়েছি...কিন্তু বারে বারে ফিরে পেয়েছি এই আমিকে...এখন যেমন রয়েছি...সেই আদি ও অকৃত্তিম আমাকে।'
.
আমার 'অপেক্ষা' গল্পগ্রন্থের 'সন্ধ্যা নেমে এলো' গল্পের অংশবিশেষ।
-প্রকারঃ ছোটগল্প গ্রন্থ
-মোট গল্পঃ ১৪টি
-প্রকাশনীঃ কুঁড়েঘর প্রকাশনী লিমিটেড
-প্রকাশকঃ প্রকৌশলী শামিম রহমান আবির
-প্রচ্ছদ পরিকল্পনাঃ মামুন ইসলাম
-প্রচ্ছদঃ মোস্তাফিজ কারিগর
-মূল্যঃ ২৫০ টাকা
★★ আমার ০১৯২২৬৮০৮০৯ এই নাম্বারে বইয়ের মূল্য+কুরিয়ার চার্জ বাবদ সর্বমোট ২০০ টাকা বিকাশ করেই পেয়ে যেতে পারেন ঘরে বসে 'অপেক্ষা' গল্পগ্রন্থের কপিটি। (কেবল বাংলাদেশের জন্য প্রযোজ্য)
বিষয়: বিবিধ
১১৯৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো থাকুন।
মন্তব্য করতে লগইন করুন